Giter Site home page Giter Site logo

django-core's Introduction

what is Django

Django is a web application framework written in Python programming language. Django helps eliminate repetitive tasks making the development process an easy and time saving experience.

why Django

  • uilt With Python So Easy to Learn
  • Cross-Platform এটি windows , linux , mac কাজ করে , মানে এখন আমরা windows এ run করর কিছুদিন পর linux , mac রান করাতো পারব
  • Open Source and Huge Community Support
  • Security
  • Good Documentation

how to works django

Django is based on MVT architecture. MVT is a software design pattern for developing a web application. Django MVT pattern ডিজাইন প্যার্টান ফলো করে । মানে Model View Templete

why is MVT

MVT web applicattion জন্য হল সফটওয়ার ডিজাইন প্যাটান ।

MVT হল Model View Templete
  • Model manuplate data , maintain data এবং database handle করার জন্য মডেল ব্যবহার করা হয় ।
  • view যখন user রিকোয়েস্ট করে তখন এখানে আসে এবং return response
  • Template একটা website এর ডিজাইন গুলো এই টেম্পে্লেটে ব্যবহার করা হয় ।

here is diagram

Alt text

difference between MVT VS MVC

PICTURE PICTURE

Extention for Django

আপনি আপনার vscode গিয়ে extention icon ক্লিক করুন । নিচের নাম search করে install দিতে হবে ।

  • Auto Rename Tag
  • Django
  • Pyhton
  • SQLite Viewer
  • Prettier code formetter

Install Django

ইনস্টল দুইভাবে করা যায় ।

  1. Globally
  2. Virtual envirionment নিচে দুইভাবে দেখানো হবে ।

Django Install Globally

  1. windows এ run as Administrator দিয়ে cmd চালু করতে হবে ।
  2. প্রথমে python install আছে কিনা চেক করতে হবে । চেক করার নিয়ম ---
python --version
  1. python যদি থাকে , তারপর django আছে কিনা চেক করতে হবে । শুধু python থাকলে হবে না , Environment path বলে দিতে হবে ।
django-admin --version

'django-admin' is not recognized তার মানে বুঝতে হবে , আমাদের django ইনস্টল নেই ।

এবার Globally install করার পালা

pip install Django
pip uninstall Django

install করার পর চেক করুন

django-admin --version

ইনস্টল হয়ে গেলে version show করবে ।

Create Django project create

একটা project অনেক app রাখা যায় । এজন্য আমরা প্রথমে project তারপর এর ভিতর অনেক app বানাব ।

এখন আপনি কোন drive এ প্রজেক্ট করতে চান সে drive গিয়ে প্রজেক্ট করতে হবে ।

command prompt গিয়ে D drive যেতে চাইলে

d:

ফোল্ডার তৈরি করতে

mkdir arifullah

ফোল্ডার create হয়ে গেলে , এবার dango project করার পালা ।

django-admin startproject studymart

এখন studymart নামে outer folder এবং inner folder studymart এবং manage.py create হবে ।

inner folder এর ভিতরে পাচটা ফাইল create হবে ।

মনে রাখতে হবে , inner folder এর ভিতরে গিয়ে নিচের কমান্ড দিতে হবে ।

না হয় ইরর দিবে ।

এখন app ক্রিয়েট করব

python manage.py startapp courses

এখন আরো কয়েকটি ফাইল ক্রিয়েট হবে ।

python manage.py runserver

এখন http://127.0.0.1:8000/ এটা browser run করতে হবে ।

এখন কথা হল কিভাবে vscode open করতে হবে ।

উপরে যে ফোল্ডার create কবলাম ওইটা right click করে vs code open করতে হবে ।

Explain Folder Structur

এখন আমরা কোন কোন ফাইল কি কি কাজ করে এটা দেখব

আমরা প্রথমে inner project এর ভিতরে কি আছে এবং কোনটার কাজ কি এটা দেখব

প্রথমে setting.py এ যেতে হবে ।

এর ভিতরে installed_app নামে একটা লিস্ট আছে , ওটাতে যে courses নামে app create করলাম ,

ওটা connect করতে হবে ।

INSTALLED_APPS = [
    'django.contrib.admin',
    'django.contrib.auth',
    'django.contrib.contenttypes',
    'django.contrib.sessions',
    'django.contrib.messages',
    'django.contrib.staticfiles',
    'courses'
]

আমরা এখন utils.py এর মধ্য কি আছে এটা দেখব ।

এখানে url connect করা লাগবে ।
প্রথমে url গুলো views.py এ যাবে । এখন views.py create করতে , একটা এপ ক্রিয়েট করতে হবে ।
তারপর utils.py এ import করতে হবে ।
course এ views.py আছে ্

এখটা নতুন function create করলাম cuuses নামে ।

  • studyMart
    • courses *
    • studyMart
      • utils.py
      • setting.py
# eta course application er vitore views.py
# views.py
from django.http import HttpResponse
from django.shortcuts import render

# Create your views here.
def courses (request) :
    return HttpResponse("welcome to dajngo")

এই ফাংশন ui তে দেখাতে হলে কানেক্ট করতে হবে ।

কার সাথে কানেক্ট করবো ? views.py কে utils.py এর সাথে ।

  • studyMart
    • studyMart
      • utils.py
from django.contrib import admin
from django.urls import path
from courses import views

urlpatterns = [
    path('admin/', admin.site.urls),
    path('', views.courses)
]

now run

python manage.py runserver

এখন print করবে -> welcome to django

project structure explain

  • studyMart --- এটা outer প্রজেক্ট
    • course --- এটা application এর ভিতরে অনেক file আছে
      • -pycache --- এটা cache
      • migration --- এটা পরে দেখব
      • _init_py --- এটা python package
      • admin.py --- আমরা যে model ক্রিয়েট করব । সেটা এখানে রেজিস্টার করব । এটা ডাটাবেজ এ শো হবে ।
      • apps.py --- এখানে app কে configure করা হয় ।
      • models.py --- আমাদের ডাটাবেজ রিলেটেড কাজ করব । orm রিলেটেড কাজ করব
      • tests.py --- এটা unit test
      • veiws.py --- এখানে আউটপুটা দেখতে পাই । এটা আমরা connect করছি inner project এ urls.py এর সাথে । পরে আমরা প্রতেকটা application এ আমরা একটা একটা urls.py লিখব ।
    • studyMart ---- এটা inner প্রজেক্ট
      • _pycache ---- এটা project cache . এটা সার্ভার রান করলে
      • -init_py --- এটা python প্যাকেজ
      • asgi.py ---
      • setting.py --- এখানে applicaion কে connect করবো
      • urls.py --- application এর মধ্যে views থাকে ওটাকে কল দিবো , সাথে path ta বলে দিতে হয় ।
      • wsgi.py --- web server host করতে কাজে লাগে ।
      • dbsqlite3 --- ডাটাবেজে আমরা কি করছি , এটা আমরা দেখতে পারব
    • manage.py --- এটা ব্যবহার করে আমরা সার্ভার রান করতেছি
    • Readme.md

Django install virtually

**আগে Django golbally আনইনস্টল করতে হবে । ** pip uninstall Django তারপর terminalcd .. দিয়ে এক folder পেছনে গিয়ে যেতে হবে

তারপর নিচের কমান্ডটা দিতে হবে একটা envইনস্টল হয়ে যাবে । তারপর ওই folder ‌Scripts ফোল্ডারে যেতে হবে । envকে active করতে হবে । dir দিলে দেখা যাবে এখানে ./activate নামে folder আছে ওটা ./activate কমান্ড দিতে হবে । তারপর Django install দিতে হবে

python -m venv env
cd env/Scripts
./activate ## output will be --- (env) PS H:\Project\Python\first-django\env\Scripts>
pip install Djangowh
cd ..
cd ..
cd studymart
python manage.py runserver

interpreter setup

this is document for interpreter setup

django-core's People

Contributors

arifullah3202 avatar

Stargazers

 avatar  avatar

Watchers

 avatar

django-core's Issues

Recommend Projects

  • React photo React

    A declarative, efficient, and flexible JavaScript library for building user interfaces.

  • Vue.js photo Vue.js

    🖖 Vue.js is a progressive, incrementally-adoptable JavaScript framework for building UI on the web.

  • Typescript photo Typescript

    TypeScript is a superset of JavaScript that compiles to clean JavaScript output.

  • TensorFlow photo TensorFlow

    An Open Source Machine Learning Framework for Everyone

  • Django photo Django

    The Web framework for perfectionists with deadlines.

  • D3 photo D3

    Bring data to life with SVG, Canvas and HTML. 📊📈🎉

Recommend Topics

  • javascript

    JavaScript (JS) is a lightweight interpreted programming language with first-class functions.

  • web

    Some thing interesting about web. New door for the world.

  • server

    A server is a program made to process requests and deliver data to clients.

  • Machine learning

    Machine learning is a way of modeling and interpreting data that allows a piece of software to respond intelligently.

  • Game

    Some thing interesting about game, make everyone happy.

Recommend Org

  • Facebook photo Facebook

    We are working to build community through open source technology. NB: members must have two-factor auth.

  • Microsoft photo Microsoft

    Open source projects and samples from Microsoft.

  • Google photo Google

    Google ❤️ Open Source for everyone.

  • D3 photo D3

    Data-Driven Documents codes.